Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ের কোম্পানিকা সেতু রক্ষার দাবীতে মানববন্ধন


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে অন্যতম প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু (স্থানীয়ভাবে পিঠাওয়ালীর পুল) রক্ষার দাবিতে মানববন্ধন করেছে। শুক্রবার (১৩ জুন) সকালে ‘সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্মসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে পিঠাওয়ালীর ব্রীজ এর পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ের আনাচে-কাঁনাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্মসম্পদের অন্যতম কোম্পানিকা সেতু বা পিঠাওয়ালীর পুল। এ প্রাচীন সেতুটি যথাযথ সংরক্ষণের অভাবে অযত্নে অবহেলায় এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। স্থানীয় একটি কুচক্রি মহল সেতুটি যেন ধীরে ধীরে ভেঙ্গে ফেলা হয় সেই নোংরা খেলায় লিপ্ত। ফলে সেতুটির দুই প্রান্তে বিকল্প সড়ক তৈরি করা হলেও সেতুটি দিয়ে ভারি যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সেজন্য সেতুটি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। সেতুটির বেশির ভাগ অংশ ইতিমধ্যে ধ্বসে পড়েছে। তাই অবিলম্বে এ প্রত্মসম্পদকে সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান বক্তারা।

মানববন্ধনে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্মসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি রহমান মুজিব, সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্মসম্পদ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সংস্কৃতিকর্মী ও ব্যাংকার মতিউর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, ব্যাবসায়ী মোঃ মহিউদ্দিন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক খাদিজা আক্তার।

এসময় অন্যদের মধ্যে সাংবাদিক ইমরান হোসেন, রাসেল আহমেদ ও ইসকান্দার আলী আলভী প্রমূখ উপস্থিত ছিলেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget