Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াত নেতার সংবাদ সম্মেলন


সোনারগাঁও দর্পণ :

একটি ফাজিল মাদ্রাসার নবনিযুক্ত সভাপতির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার (১১ জুন) সকালে মোগরাপাড়ার হাবিবপুরে অবস্থিত স্থানীয় জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও দলটির নারায়লগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ড. ইকবাল হোসেন ভূইয়া। 

সম্মেলনে তিনি বলেন, ইসলামী আরবি বিশ^বিদ্যালয় সোনারগাঁও উপজেলার একমাত্র ফাজিল মাদ্রাসা “কলতাপাড়া ফাযিল মাদ্রাসার সভাপতি হিসেবে তাঁকে যোগ্য মনে করেছেন বিধায় তিনি সভাপতি হয়েছেন। এখানে তার ব্যক্তিগত বা তার জানামতে রাজনৈতিকভাবে কারো কোন হাত নেই। 

তিনি অভিযোগ করেন, ড, ইকবাল সভাপতি হওয়ার পর মাদ্রাসাটির শিক্ষক ইব্রাহিম ও একটি গোষ্ঠি তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। 

ড.ইকবাল বলেন, কলতাপাড়া ফাযিল মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অবহেলিত হচ্ছে। উপজেলার একমাত্র ফাজিল মাদ্রাসা হওয়ার পরও শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি হওয়ার পর মাদ্রাসাটিকে আলিম পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। পাশাপাশি কামিল মান করার আবেদন করা হয়েছে। তিনি প্রত্যাশা করেন, যথাযথ কর্তৃপক্ষ সম্প্রতি পরিদর্শন শেষ করে এই প্রতিষ্ঠানটিকে কামিল মান করে দিবেন। এছাড়া, প্রতিষ্ঠানটির বেশ কিছু শিক্ষক আগে অনিয়মিত ছিলেন। এখন তারা নিয়মিত। মাদ্রাসায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই অনিয়মিত শিক্ষকদের থাকাতে বাধ্য করা হয়েছে। ফলে শিক্ষার মানও উন্নত হয়েছে।

ড. ইকবাল অভিযোগ করেন, একটি মহল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত সোমবার (৯ জুন) মানববন্ধন করেছেন। এতে তার সামাজিক ও রাজনৈতিকভাবে খুব মানহানি হয়েছে। তবে, যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নিবেন বলে জানান। 

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সোনারগাঁও শাখার বিভিন্ন শ্রেণির নেতারা উপস্থিত ছিলেন। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget