Halloween Costume ideas 2015

কাঁচপুরে দুই ভাই হত্যাকান্ডে আহত রফিকুলের অবস্থা আশঙ্কাজনক; ৫ অভিযুক্তের ঘরে অগ্নিসংযোগ


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচা এবং চাচাতো ভাইদের হাতে দুই সহোদর আসলাম সামি (৫০) ও শফিকুল ইসলাম রনি (২৮)’কে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জনের ঘরে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত এলাকাবাসী। বরিবার রাত ৯টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী খাঁসপাড়া (পাঁচপাড়া) এলাকায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খাঁসপাড়া (পাঁচপাড়া) এলাকায় সরকারি অর্থায়নে নির্মিত একটি রাস্তায় ড্রেন নেয়াকে কেন্দ্র করে আপন চাচা ও চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে আসলাম সামি ও শফিকুল ইসলাম রনি নামে দুই সহোদর নিহত হয়। অপর সহোদর রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে, রাত ৯ টার দিকে খবর আসে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল মারা গেছেন। এ সংবাদ শুনে, কোন যাচাই-বাছাই না করেই স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে অভিযুক্ত মোস্তফা, মামুন, মাফিজুর রহমান ও মারুফসহ ৫ জনের ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। 

এদিকে, নিহতদের মরদেহ পোষ্টমর্টেমের জন্যে মেডিকেলে পাঠানো হয়েছে। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget