সোনারগাঁও দর্পণ :
অনুষ্ঠানে নাচ শেষে বাড়ি ফেরার সময় এক নৃত্যশিল্পী ধর্ষণের শিকার হয়েছে। সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় গত বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
জামপুরে অবস্থিত সোনারগাঁও থানা পুলিশের আওতাধীন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রব্বানী জানান, ধর্ষণের শিকার ওই নৃত্য শিল্পী বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গাব্বাবাড়ি নামক এলাকার বাদশা মিয়ার বাড়িতে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে আরিফ হোসেন বাপ্পি নামে এক যুবকের নেতৃত্বে যোগ দেয় এবং নাচ প্রদর্শণ করে। রাত ১টার দিকে কোন গাড়ি পেয়ে হেটে নয়াপুর বাজার যাওয়ার সময় চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে পৌছামাত্র মেয়েটির সাথে থাকা দলনেতা আরিফকে অস্ত্রের মুখে জিম্মি করে চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬), তালেব আলীর ছেলে খোকন আলম (২৬) সহ ৭ জন মিলে গণধর্ষণ করে।
এমন খবর পাওয়ার পর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল, আব্দুল হকের ছেলে রুহুল আমিন, মৃত লাল মিয়ার ছেলে বাবু এবং তালেব আলীর ছেলে খোকন আলমকে গ্রেফতার করলেও বাকী অভিযুক্তরা পালিয়ে যায়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধর্ষণ মামলায় ৪জনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদেও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Post a Comment