সোনারগাঁও দর্পণ :

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মানানই অবশেষে নারায়ণগঞ্জ -৩ আসনের ধাঁনের শীষের কাণ্ডারী মনোনীত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত এবং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ঘোষণা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদীয় তিনশো আসনের মধ্যে ২৩৭ টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সে তালিকায় সংসদীয় ২০৬ নং আসন নারায়ণগঞ্জ -৩  (সোনারগাঁও -সিদ্ধিরগঞ্জ ) আসনে বিএনপি ধাঁনের শীষ প্রতিকে আজহারুল ইসলাম মান্নানের নাম ঘোষণা করা হয়েছে। 

মান্নানকে দলীয় প্রতিকে নির্বাচনের ঘোষণা দেওয়ায় দলের দুর্দিনে দলীয় নেতা-কর্মীদের হামলা-মামলায় তাদের পাশে থেকে উজ্জীবিত রাখা, নিজে প্রতিপক্ষ দলের হামলা-মামলার শিকার হয়ে মাঠে থেকে দলীয় কেন্দ্রীয় রাজনৈতিক কর্মসূচি পালন করার যথাযথ মূল্যায়ন করা হয়েছে বলে তার অনুসারী নেতা-কর্মীরা মনে করছেন। 

তাদের প্রত্যাশা, এই মনোনয়ন পাওয়ার মধ্যে দিয়ে রাজনৈতিক কারণে বিরোধিতা করা নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এ আসনে ধাঁনের শীষ প্রতিককে বিপুল ভোটে নির্বাচিত করবে।

এদিকে, মান্নানের মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে তার বাড়িতে দলীয় নেতাকর্মীদের ঢল নেমেছে। খন্ড খন্ড মিছিল নিয়ে সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নানান স্তরের নেতাকর্মী, অনুসারী আর শুভাকাঙ্ক্ষীদেরকে আনন্দ মিছিলসহ ফুলেল তোড়া হাতে নিয়ে গিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।