সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়েয় রিয়া মনি (২২) নামে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী আদিলকে আটক করেছে পুলিশ।
রিয়া মনি জামালপুরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তিনি স্বামী বাবুর্চি আদিলের ওই কোয়ার্টারে থাকতেন।
স্থানীয়রা জানায়, আদিল দীর্ঘদিন ধরে র্যাংগস কোম্পানির স্টাফদের রান্নার কাজ করে আসছিলেন। গত ৯ মাস আগে রিয়া মনিকে বিয়ের পর তাকে নিয়ে কোয়ার্টারে ওঠেন আদিল। বুধবার সকালে কোয়ার্টারে রিয়া মনির রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে নিরপত্তারক্ষী ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) ইমরান আহাম্মেদ জানান, প্রাথমিক তদন্তে গৃহবধূকে কুপিয়ে হত্যার প্রমাণ মিলেছে। ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিলকে আটক করা হয়েছে।

Post a Comment