সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে উপহার হিসাবে সোনারগাঁও উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নান ৩০ লক্ষ টাকার দেওয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট,উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপি সহ সভাপতি রফিকুল ইসলাম। সোমবার (২৪নভেম্বর) দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ওই ঘটনার প্রতিবাদ জানানোর সময় এসব মন্তব্য করেন।
তিনি বলেন, গত ২০ নভেম্বর নারায়নগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি রফিকুল ইসলামের নাম উল্লেখ করে বলেছেন, তিনি (রফিকুল ইসলাম) নাকি বলেছেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ৩০ লক্ষ টাকার গাড়ী উপহার নিয়ে পল্টি দিয়েছেন।
ফলে, এমন বক্তব্যে পুরো জেলা বিএনপিতে বির্তকের সৃষ্টি হয়েছে। রফিকুল ইসলাম দাবি করেন, রবি’র বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
রবির দেওয়া বক্তব্যের কোন সত্যতা নেই জানিয়ে রফিকুল ইসলাম আরও বলেন, রবি এ বক্তব্য প্রত্যাহার না করলে তিনি (রফিকুল ইসলাম)
দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করবেন।
তিনি বলেন, রফিকুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ছিলেন এবং আগামী ইউপি নির্বাচনে পিরোজপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থীর কারনে একটি মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হেয় প্রতিপন্ন করতেই এমন বক্তব্য দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, বিএনপি নেতা শফিউল আলম বাচ্চু ও মো. জাহাঙ্গীর হোসেনউ পস্থিত ছিলেন।

Post a Comment