সোনারগাঁও দর্পণ :
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত ব্যাপক আলোচিত কর্মসূচি "ঢাকা লকডাউন" প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ধরতে সাড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই অংশ হিসাবে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া পুরান বাজার থেকে তিনজনকে এবং জামপুর থেকে একজনকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের চাচা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রয়াত মোশারফ হোসেনের চাচাতো ভাই হুমায়ুন কবির পিয়াস, মোগরাপাড়া ইউনিয়েনের ষোলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা হৃদয় ও একই ইউপির ভৈরবদী গ্রামের আবুল হোসেন। তবে, আবুল হোসেনের বিষয়ে তথ্য সূত্রটি অসমর্থিত।
এছাড়া মহাসিন নামে এক ব্যবসায়ীকে আটক করলেও পরক্ষণেই তাকে ছেড়ে দেয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রের দাবি, আটককৃতদের মধ্যে হুমায়ুন কবির পিয়াস নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের চাচা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোশারফ হোসেনের চাচাতো ভাই হলেও তিনি আওয়ামী লীগ রাজনীতির সাথে তেমন সম্পৃক্ততা নেই।
আর আবুল হোসেন, স্থানীয় ভৈরবদী এলাকার সুতা ব্যবসায়ী।
এছাড়া উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকা থেকে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা কালামকে আটক করা হয়েছে।
এদিকে, আটক হওয়া তিনজনের মধ্যে হুমায়ুন কবির পিয়াসকে সংশ্লিষ্ট থানায় হাজির করলেও অপর দুইজনকে এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) অজ্ঞাত কারনে হাজির করা হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৩টা) উপজেলার বৈদ্দ্যের বাজার, কাঁচপুরসহ প্রায় প্রতিটি ইউনিয়নে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে সোনারগাঁও থানায় যোগাযোগ করলে থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, এ পর্যন্ত থানায় দুইজনকে আনা হয়েছে বলে জানি। তবে, ব্যস্ততার কথা জানিয়ে করো নাম তিনি উল্লেখ করেননি।

Post a Comment