সোনারগাঁও দর্পণ :
পারিবারিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের দায়ভার কোন ভাবেই বিএনপি নিবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আপন দুই ভাইয়ের দ্বন্দ্বে ৪টি বাড়িতে অগ্নি সংযোগ ও ১০/১২ টি বড়িতে ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় দেখা করে তাদের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।
আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেছি। জেনেছি রাতে যে নেক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনা তাদের পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব। কোন রাজনৈতিক ঘটনা নয়। আর ব্যক্তিগত বা পারিবারিক দ্বন্দ্বের কোন দায়ভার সোনারগাঁও উপজেলা বিএনপি নিবে না। দুঃখজনক হলেও সত্যি যে, একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সত্যি ঘটনাকে পাশ কাঁটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া বিভ্রান্তিমুলক তথ্য প্রচার করেছে।
তিনি বলেন, বিএনপি একটি গণমানুষের দল, মানবিক দল। বিএনপি কখনো সহিংসতার রাজনীতি করে না।
মান্নান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। যা বিএনপির দায়িত্বের অংশ। বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সহায়তা প্রদানের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হারুন-রশিদ মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment