সোনারগাঁও দর্পণ :
আপন দুই ভাই। বহুজাতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন। ওই প্রতিষ্ঠানের কাজের ভাগ-ভাটোয়ারা নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে মারামারি রূপ নেয় বসত বাড়িতে অগ্নিসংযোগ ও ঘরের মালামাল লুটপাটে।
ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকার। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আটটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। চলে রাত সাড়ে বারোটা অব্দি। ভস্মীভূত হয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সমর্থিত ৪ টি ঘর। আর ভাঙচুর ও লুটপাট চালায় ১০/১২টি ঘরে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আষাঢ়িয়ার চর গ্রামের মৃত হযরত আলীর বড় ছেলে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ আষাঢ়িয়ার চর এলাকায় প্রতিষ্ঠিত আল মোস্তাফা গ্রুপের জমিতে বালু ভরাট, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নসহ যাবতীয় কাজ করেন।
অপরদিকে, তারই সহোদর ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল- আব্দুর রউফের পক্ষ থেকে রউফ অসুস্থ হওয়ায় সকল কাজ পরিচালনা করেন।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু দিন ধরে, আল মোস্তাফা গ্রুপের করা বিভিন্ন কাজ থেকে আসা অর্থের ভাগ-ভাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার দ্বন্দ্বও হয়। যা পরে উপজেলা বিএনপি সভাপতি ও আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সোনারগাঁও -সিদ্ধিরগঞ্জ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান নিজে গিয়ে দুই ভাই এর মধ্যে বিরোধ নিরসনের ব্যবস্থা করেন। এমতাবস্থায়, আব্দুল জলিলপন্থীরা বৃহস্পতিবার (৬ নভেম্বর) আব্দুর রউফের বাড়ি-ঘরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
দ্বন্দ্বে জড়ানো উভয়ে স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কর্মীদের হামলা ও লুটপাটে ব্যবহার করেছে বলেও অভিযোগ উঠেছে।
সংর্ঘষ, লুটপাট ও অগ্নি সংযোগের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে মুল অভিযুক্ত আব্দর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলকে আটক করে থানা পুলিশ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম খান বলেন, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া নিবেন।


Post a Comment