Best Viral Premium Blogger Templates

সোনারগাঁওয়ে নকল জুস কারখানায় র‌্যাবের অভিযান, জুস ও বিষাক্ত কেমিক্যাল ধ্বংস ; জরিমানা

Thursday, March 9, 2023 | March 09, 2023 WIB Last Updated 2023-03-09T12:49:05Z


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে ওয়েলকাম স্টার ফুট ও বিডি রয়েল নামে একটি জুস ও জেলি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন বেটালিয়ন (র‌্যাব-১১) এর সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের বিপরীতে অবৈধভাবে গড়ে ওঠা ওই অবৈধ জুস কারখানায় অভিযানের সময় বিএসটিআই অনুমোদনহীন নামে-বেনামে নানা ব্র্যান্ডের ১৪ হাজার লিটার জুস ও ২০ কেজি ক্ষতিকারক কেমিক্যাল ধ্বংস করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ মার্চ ) সকাল ১০ টার দিকে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর মো: সানরিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানকে সাথে নিয়ে যৌথভাবে এ অভিযানে বিএসটিআই অনুমোদনহীন নামে-বেনামে নানা ব্র্যান্ডের ১৪ হাজার লিটার জুস ও ২০ কেজি ক্ষতিকারক কেমিক্যাল ধ্বংস করা হয়। 

তিনি আরও জানান, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর এলাকায় জনৈক সাইদ হোসেনের একটি পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়েল কাম স্টার ফুট ও বিডি রয়েল নামে একটি প্রতিষ্ঠান বিষাক্ত জুস প্রস্তুত করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিল। যা পান করে দেশের হাজার হাজার শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। 

তাই এ অনৈতিক কাজে জজিত থাকায় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর তিনটি (৪২, ৪৩ ও ৪৪) ধারায় কারখানার মালিক সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের কেওঢালা গ্রামের এবায়েদ উল্লাহ মিয়ার ছেলে আফজাল হোসেন (লিলন চৌধুরী) (২৯) কে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। বিষাক্ত কেমিক্যালের তৈরি প্লাস্টিক বোতল ভর্তি আনুমানিক প্রায় ১৪ হাজার লিটার জুস জব্দ করে তা ধ্বংস করা হয়। যার মধ্যে রয়েল মেঙ্গো ড্রিংকস ৪ হাজার লিটার, প্রিন্সেস লিচি ২ হাজার লিটার, অরেঞ্জ ড্রিংক ৩ হাজার লিটার, রয়েল লিচি ১ হাজার লিটার, লিচি গøাস কাপ ১ হাজার লিটার, অরেঞ্জ গøাস কাপ ৩ হাজার লিটার, খালি বোতল ৫ হাজার পিছ, ১০ হাজার মোড়ক ও জুস তৈরির ২০ কেজি কেমিক্যাল রয়েছে। 

তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • সোনারগাঁওয়ে নকল জুস কারখানায় র‌্যাবের অভিযান, জুস ও বিষাক্ত কেমিক্যাল ধ্বংস ; জরিমানা

Trending Now

Advertisement