সোনারগাঁও দর্পণ :
বিদেশী পিস্তল ও গুলিসহ ডন বজলু এবং তার ৩ সহযোগিকে আটক করেছে র্যাব-১১’র সদস্যরা। শনিবার (২৪ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত প্রত্যেকের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাব সূত্রে জানা যায়।
ডন বজলু ছাড়া বাকি আটককৃতরা হলো, ইউনুস ওরফে বাদল (২০), আব্দুল জাব্বার (৪২) এবং সাইদুল ইসলাম (৩৩)।
র্যাব-১১ এর সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অপরদিকে থানা পুলিশ জানিয়েছে, ২০২৫ সালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার নিয়ে আতাউর রহমান মুকুল নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের ঘটনায় একটি মামলা হয়। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলাও চলমান। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার কাজ প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনে প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে। গাজারিয়ার একটি রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়ার সময় সোনারগাঁও বিএনপি’র নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরেও আসে। সবশেষ গতকাল শুক্রবার (২৩ জানুয়ারী) রাতে অভিযুক্ত বজলুর ভাইরাল হওয়া ভিডিও’র বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা করেন এবং তদন্ত করে সঠিক তথ্য জনসাধাররণের সামনে তুলে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

Post a Comment