সোনারগাঁও দর্পণ :
এখন পর্যন্ত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা আইনশৃঙ্খলা অবনতির তেমন কোন গুরুতর অভিযোগ পাওয়া যায়নি। আশাকরি ১২ ফেব্রুয়ারী নির্বাচন পরবর্তী ৪৮ ঘন্টাও এই ধারাবাহিকতা বজায় থাকবে। কারণ আপনাদের কর্মকাণ্ডই বলে দিবে নির্বাচনের পর আপনি হিরো হবেন না-কি ভিলেন হবেন। সিদ্ধান্ত আপনাদের।
সোমবার (২৬ জানুয়ারী) বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির।
স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আল জিনাতের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত বিশেষ সভায় তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে কোন কেন্দ্রে কোন ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। কারণ প্রশাসন কোন রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের কাছে জিম্মি নয়।
প্রধান অতিথি বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ যদি মনে করেন এবারও গত তিনটি নির্বাচনের পুনরাবৃত্তি হবে, তাহলে ভুল ভাবছেন।
তিনি বলেন, কোনো প্রার্থী বা তাদের সমর্থক যদি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা করে। তাহলে তা কঠোরহস্তে দমন করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
সভায় অন্যান্যদের মাঝে বিশেষ প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তাসনিম আক্তার (পিপিএম), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং আনসার ও ভিডিপির জেলা এডজুটেন্ট কানিজ ফাতেমা শান্তা।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেলের তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment