সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের পৌরসভা এলাকায় অন্যের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী শাহ আলম ও সাদেকুর রহমান গত ১৮ জানুয়ারী সোনারগাঁও থানায় রাস্তা উদ্ধারে সহায়তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, সোনারগাঁও পৌরসভার পৌর ভবনাথপুর গ্রামের বাসিন্দা শাহ আলম ও সাদেকুর রহমান সিএস ও এসএ ভবনাথপুর মৌজায় এবং আর এস চৌদানা মৌজায় এসএ ৭৩, আর,এস ৪৬৩ দাগে ৭ শতাংশ এবং ৫ শতাংশ ৭০ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে বসবাস করছে। এদিকে অভিযোগকারীদের বাড়িতে যাতায়াতের সড়ক বন্ধ করে নতুন ভবন নির্মাণ কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের নেতা আতাউর রহমান আতাউর। এমতাবস্থায় অভিযোগকারীরা এতে বাঁধা দিলে আতাউর সন্ত্রাসী দিয়ে বিভিন্ন হুমকি দেয়। এ নিয়ে স্থানীয় এলাকায় আওয়ামী লীগ নেতা আতাউরের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতারা যখন পুলিশের ভয়ে এলাকা ছাড়া, তখন বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা মাথায় নিয়ে তার কর্মকাণ্ড রীতিমতো ভাবিয়ে তুলছে। শুধু জোর করে রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণই নয়, আসন্ন নির্বাচনে নির্বাচনী পরিবেশ অস্বাভাবিক করতে তার মতো নেতাই যথেষ্ট।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, এমন একটা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে একজন অফিসার যান। কাজ বন্ধ রেখে উভয় পক্ষকে সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করতে বলা হয়েছে। সামাজিকভাবে মিমাংসা না হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment