সোনারগাঁও দর্পণ :
সোহেল নামে সোনারগাঁওয়ে এক প্রতিবন্ধী অটোচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশের তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারী) ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুছারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত সোহেল উপজেলার সাদীপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমান হাবিবের ছেলে। বিবাহিত জীবনে তার স্ত্রী ও দুইটি মেয়ে রয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সোমবার দুপুরে অটোগাড়ী নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সকালে স্থানীয় এলাকাবাসীর ফোনে জানতে পেরে মুছার চর উত্তর পাড়া এলাকায় রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীর স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা সোহেলকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গিয়েছে।
স্থানীয়রা জানায়, সোহেলের মৃত্যু খবর পাওয়ার পর নিহতের পর স্ত্রী রাজিয়া আক্তার তাদের দুই মেয়ে লামিয়া (১৫) ও সারাইয়ার ভবিষ্যত চিন্তায় বারবার মুর্ছে যান।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে পুলিশ তার কার্যক্রম শুরু করেছে।


Post a Comment