সোনারগাঁও দর্পণ :
আওয়ামী শাসনামলে নারায়ণগঞ্জের আতঙ্ক আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচর সোনারগাঁওয়ের হাবিবুর রহমান শাকিল (৩২) ও বন্দরের লক্ষণখোলা এলাকার চিশতী বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আটক হয়েছে। কুমিল্লার ইলিয়টগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে সোমবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ঢাকাগামী এশিয়া এয়ারকন যাত্রীবাহী বাসে তল্লাসীর সময় মাধাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে শাকিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মনারকান্দী গ্রামের তেল ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে। অপরদিকে, আটককৃত চিশতি বন্দর উপজেলার দক্ষিণখোলা (লক্ষণখোলা) গ্রামের গোলজার হোসেনের ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানাযায়, সোমবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনের নেতৃত্বে কুমিল্লার চান্দিনা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া নামক স্থানে ঢাকাগামী গামী লেনে চেকপোষ্ট বসানো হয়।
রাত সোয়া ৮টার দিকে বিভিন্ন যানবাহনে পুলিশি তল্লাশির সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন এসি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো -ব ১৫- ৬৯৮৬) এর ডি-৩ নম্বর সিটে বসে থাকা শাকিল এবং ডি-৪ নম্বর সিটে বসা চিশতির সিটের উপরে থাকা বাক্সে কাপড়ের একটি শপিং ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকে।
পরবর্তিতে তাদের সাথে থাকা মোবাইল ফোন জব্দের পর বিভিন্ন নাম্বার তদন্ত করে অস্ত্র কেনা-বেচা সংক্রান্ত তথ্য পায় পুলিশ। পরে উপস্থিত সাক্ষিদের উপস্থিতিতে তারা অস্ত্র কেনা-বেচার কথা স্বীকার করে এবং উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগজিন বিক্রির উদ্যেশ্যে নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছিল বলে জানায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি রুহুল আমিন জানান, তাদেরকে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

Post a Comment