সোনারগাঁও দর্পণ :
শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের পাকুন্ডা বস্তল এলাকা থেকে ডাকাত সন্দেহে আটক হওয়া ৮ যুবক কোন ডাকাত নয় বা ডাকাত দলের কোন সদস্যও নয় বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ। আটককৃতরা কারখানার শ্রমিক বলে জানিয়েছেন সোনারগাঁও থানা পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে আটকদেরকে নিজের প্রতিষ্ঠানের শ্রমিক পরিচয় দিয়ে লিখিতভাবে নিজ দায়িত্বে নেওয়ার পর এ তথ্য জানান সোনারগাঁও থানা পুলিশের তদন্ত ওসি মো: রাশেদুল হাসান খান।
তিনি জানান, শুক্রবার রাতে জামপুর ইউনিয়নের পাকুন্ড শিংলাব এলাকা থেকে আব্দুল্লাহ (২৫), হৃদয় বিশ্বাস (২০), সাগর (২৩) , শিপন (১৮), জাকির হোসেন (২৫), জিতেন্দ্র বর্মণ (২১), মহারাজ মিয়া (২০) এবং মিন্টু (২০)’কে স্থানীয় জনতা ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে আহত করে। খবরপেয়ে, সোনারগাঁও থানা পুলিশের তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর জনগণের রোষানল থেকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। পরে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাটেড প্লাস্টিক উড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান থানায় এসে আটককৃতরা তার প্রতিষ্ঠানের শ্রমিক পরিচয় নিশ্চিত করেন এবং আটককৃতরা কোন ডাকাত বা খারাপ লোক নয়। তারা কখনো কোন অপরাধের সাথেও জড়িত ছিলনা মর্মে লিখিতভাবে জানালে তার জিম্মায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় তারা পেরাব এলাকায় ঘুরতে আসে। রাত হয়ে যাওয়ায় তারা পায়ে হেঁটে যাওয়ার সময় শিংলাব এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে তাদের আটক করে গণপিটুনি দেয়।
Post a Comment