সোনারগাঁও দর্পণ :
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম পুরোধা হিসাবে আখ্যায়িত করে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত একাধিকবরের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী অধ্যাপক মো: রেজাউল করিম বলেছেন, দেশের বর্তমান ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার খুব বেশি প্রয়োজন ছিল।
শনিবার (১৭ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দগাঁও গ্রামে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিল্পপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে তিনি আরও বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া যত বেশি নির্যাতিত হয়েছেন, ততো বেশি আপোষহীন হয়ে উঠেছিলেন। তিনি সারাজীবন দেশের গণতন্ত্র রক্ষায় নিস্বার্থভাবে কাজ করে গেছেন।
শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছেন। আর বেগম খালেদা জিয়াকে দমাতে যতরকম নির্যাতন আছে প্রয়োগ করেছেন কিন্তু বেগম জিয়া দমে যাননি। এখন দেশের মানুষ তার শুন্যতা অনুভব করছে। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার খুব বেশি প্রয়োজন ছিল।
অনুষ্ঠানে সোনারগাঁও পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আহমেদ তপন বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভাকাঙ্খি, মাদ্রাসা শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সদ্য প্রয়াত বিএনপির সাবেক চেয়ারাপর্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রুহের মাগফিরাতও কামনা করা হয়।

Post a Comment