Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ের এশিয়ান হাইওয়েতে ডাকাতির চেষ্টা কালে আটক- ৮


সোনারগাঁও দর্পণ :

সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ের শিংলাব এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে সোনারগাঁও থানার তালতলা তদন্ত কেন্দ্রের সদস্যরা। শুক্রবার (১৬ জানুয়ারী) রাত ৮টার কিছু পর শিংলাব ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া ডাকাতরা হলো ফরিদপুেরর রোস্তম মোল্লার ছেলে আব্দুল্লাহ (২৫), সিলেটের সুনামগঞ্জ জেলার কমর বিশ্বাসের ছেলে ও রাজধানীর উত্তর বাসাবো এলাকার রাজ্জাকের বাড়ির ভাড়াটিয়া হৃদয় বিশ্বাস (২০), গোপালগঞ্জের মিটকুরির বাসিন্দা ও বাসাবো এলাকার রাসেলের বাড়ির ভাড়াটিয়া সাগর (২৩) , বাসাবো এলাকাট আলমগীরের বাড়ির ভাড়াটিয়া লক্ষনের ছেলে শিপন (১৮), বগুড়ার আনসার আলীর ছেলে ও নতুন বাজার এলাকার শরীফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেন (২৫), সিলেটের মৌলভীবাজার জেলার চীনো চন্দ্র বর্মণের ছেলে জিতেন্দ্র বর্মণ (২১), সিলেট সুনামগঞ্জের জামালউদ্দিনের ছেলে ও নারায়ণগঞ্জের আাড়াই হাজার থানার গোলাকান্দাইল এলাকার ভাড়াটিয়া মহারাজ মিয়া (২০) এবং কিশোরগঞ্জের বাসিন্দা ও আাড়াই হাজার থানার গোলাকান্দাইল এলাকার মাহবুব মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিন্টু (২০)।

আটককৃতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও ডাকাডি কাজে ব্যবহার হয় এমন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের তালতলা তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল রাতে টহল দেওয়ার সময় টর্চলাইট জ্বালিয়ে রাস্তার পাশে থাকা ঝোঁপের দিকের দিকে দৃস্টি দেওয়ার সাথে সাথে ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ডাকাতদের ধাওয়া করে। সাথে স্থানীয় জনতা পুলিশকে সহায়তা করতে তাদের ঘিরে ফেলে। একপর্যায় একে একে সাত জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

তবে আটককৃত ডাকাতদের দাবি, তারা উনাইটেড প্লাষ্টিক কারখানার শ্রমিক। আহতরা পুলিশ হেফাজতে সোনারগাঁও উপজেলা চিকিৎসা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের কাছে ইউনাইটেড প্লাষ্টিক কারখানার পরিচয়পত্র পাওয়া গেছে।



Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget