সোনারগাঁও দর্পণ :
দলের নির্দেশ অমান্য করায় অবশেষে বহিস্কার হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও আসনের বিএনপির সাবেক সাংসদ এবং প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতিক) অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়াও নারায়ণগঞ্জ - ১ (রূপগঞ্জ) আসনের মো: দুলাল হোসেন, নারায়ণগঞ্জ - ২ (আড়াইহাজার) আসনের মো: আতাউর রহমান আঙ্গুরকেও বহিস্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিস্কারাদেশের সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নিন্মেবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে মোট ১০ টি বিভাগের মোট ৫৯ জনের নাম উল্লেখ করা হয়। যেখানে রংপুর বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ৮জন, খুলনা বিভাগের ৬ জন, বরিশাল বিভাগের ২ জন, ঢাকা বিভাগের ৯ জন, ময়মনসিংহ বিভাগের ৭ জন, ফরিদপুরের ৭ জন, সিলেটের ৫ জন, কুমিল্লার ৬ জন ও চট্টগ্রামের ৬ জন।
ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জের ৩ জন। তারা হলেন, নারায়ণগঞ্জ - ১ (রূপগঞ্জ) আসনের মো: দুলাল হোসেন, নারায়ণগঞ্জ - ২ (আড়াইহাজার) আসনের মো: আতাউর রহমান আঙ্গুর এবং নারাংণগঞ্জ - ৩ ( সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম।
এরআগে, দলের নির্দেশ অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১১ জনকে বহিস্কার করা হয়েছিল। তাদের মধ্যে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বহিস্কারাদেশও প্রত্যাহার করা হয়।


Post a Comment