Halloween Costume ideas 2015

আদালত অবমাননা; সোনারগাঁওয়ের সাবেক এসিল্যান্ডের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

 


সোনারগাঁও দর্পণ : 

আদালত অবমাননার অভিযোগে সোনারগাঁওয়ের সাবেক এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত। মাননীয় হাইকোর্ট ৩০ দিনের মধ্যে একটি দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দিলেও সোনারগাঁও সার্কেলের সাবেক সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ৩০ দিনের মধ্যে উক্ত দরখাস্তটি নিষ্পত্তি না করায় সোমবার (১২ জানুয়ারী) কনটেম্পট পিটিশন ৩৫৯/২৫ শুনানীর ধার্য্য দিনে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো.আসিফ হাসানের দৈ¦ত্য বেঞ্চ এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি করেন পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।  

জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) চলামান বিবিধ মোকদ্দমা নং- ১১৫/২০২৩ তে বিবাদী মোঃ মোক্তার হোসেন বিগত ২০২৫ সালের ৫ মার্চ একটি দরখাস্ত দেন। উক্ত দরখাস্তটি সোনারগাঁও সার্কেলের সাবেক সহকারী কমিশনার (ভূমি) সরকারি পদ, পদবি ও ক্ষমতার চরম অপব্যবহার করে দীর্ঘদিন পর্যন্ত নিষ্পত্তি না করায় বিবাদী হাইকোর্ট বিভাগে রীট পিটিশন মোকদ্দমা নং- ৮৯৭৮/২০২৫ দায়ের করেন। 

পরবর্তীতে ওই একই বছরের ৪ জুন হাইকোর্ট বিভাগে শুনানী হলে দরখাস্তটি ৩০ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেলকে নিষ্পত্তির নির্দেশ দেন। পরবর্তীতে বিবাদী পক্ষ বিগত ২৫ সালের ৩০ জুন লিখিত দরখাস্তের মাধ্যমে এবং একই বছরের ৯ জুলাই হাইকোর্টের আদেশ আদালতের জারিকারক এসিল্যান্ড অফিসে জারি করেন। ওই সালেরই ৮ আগস্ট ৩০ দিন অতিবাহিত হলেও এসিল্যান্ড মঞ্জুরুল মোর্শেদ সরকারি পদ, পদবি ও ক্ষমতার চরম অপব্যবহার করে হাইকোর্ট বিভাগের আদেশ সরাসরি লঙ্ঘন ও অমান্য করে  গত বছরের ১০ আগস্ট পর্যন্ত দরখাস্তটি অনিষ্পত্তি করে রাখেন। 

এছাড়াও বিবাদী   বিগত ১৩ এপ্রিল সহি মুহুরি নকল চেয়ে দরখাস্ত করলেও নকল প্রদান করেন নাই। পরবর্তীতে এ বিষয়ে বিগত ২৬ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে জাস্টিস ডিমান্ডিং নোটিশ প্রেরণ করে সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁও সার্কেলকে সহি মুহুরি নকল প্রদানের জন্য অনুরোধ করলেও কোন ফল পায়নি।  

পরবর্তীতে হাইকোর্ট বিভাগের আদেশ অবমাননার জন্য এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে কনটেম্পট পিটিশন ৩৫৯/২৫ ফাইল করলে চলতি বছরের ১২ জানুয়ারী শুনানী করলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো.আসিফ হাসানের বেঞ্চ এসিল্যান্ড মঞ্জুরুল মুর্শেদের বিরুদ্ধে রুল জারি এবং চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।  

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী তৌহিদুল ইসলাম আতিক বলেন, এই এসিল্যান্ড যে ক্ষমতার অপব্যবহার করেছে, তা সভ্য দেশে কল্পনা করা যায় না। এই এসিল্যান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। মহামান্য হাইকোর্ট বিভাগ ইতিমধ্যেই রুল জারি করেছেন এবং এমন নির্দেশনা প্রদান করবেন যাতে ভবিষ্যতে কোন এসিল্যান্ড এমন ঔদ্ধত্যপূর্ণ আচরন করার সাহস না পায়।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget