সোনারগাঁও দর্পণ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে গণভোট বিষয়াবলী ও নির্বাচন আচরণবিধিমালা সম্পর্কে প্রচারণা সংক্রান্ত প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংক্রান্ত সম্পর্কিত প্রস্তাবগুলো জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং ভোটের দিনে তাদের সুচিন্তিত ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে উপস্থিত সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রচারণার পদ্ধতি এবং সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে খোলামেলা আলোচনা করেন।
সভায়, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহসহ উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Post a Comment