সোনারগাঁও দর্পণ :
আসন্ন ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও - সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা প্রতিক) এর মনোনীত প্রার্থী গোলাম মসিহ্কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নারীদের নিয়ে তামিলের নামে গোপনে নির্বাচনী প্রচারণার অভিযোগের পর প্রমাণ পাওয়ায় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম দুপুরে এ জরিমানা করেন।
এরআগে, শনিবার (১০ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌরসভা এলাকায় পোদ্দার বাড়ি (খিচুরির বাড়ি)'তে তালিমের নামে নারীদের নিয়ে গোপনে নির্বাচনী প্রচারণা করছিল। পরে স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে তথ্য নিতে গেলে তাদের সাথে অসদাচরণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
এ বিষয়ে অভিযুক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা প্রতিক) এর মনোনীত প্রার্থী গোলাম মসিহ্ বলেন, তার স্ত্রী ঝিনুক বেগম ও একই এলাকার মরিয়ম নামে অপর এক নারী ইসলামী বিভিন্ন বিষয়ে প্রচারের জন্য তালিম করছিল। কিন্তু তার নির্বাচনী লিফলেট কে বা কারা বিলি করছিল সে বিষয়ে তিনি জানেন না।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, মহিলাদের নিয়ে গোপনে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে যাই। পরে অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করি এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করি।


Post a Comment