সোনারগাঁও দর্পণ :
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে শুক্রবার দোয়া ও মিলাদের এ আয়োজন করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেল শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মোল্লা, জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনির ভূইয়া ও স্থানীয় বিএনপি নেতা আবুল হাসনাত পারভেজ ভূইয়া।
শুক্রবার (৯ জানুয়ারী) দুপুরে পাকুন্ডা মীর বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।
কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে দোয়ায় বিএনপির প্রয়াত চেয়ারম্যান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।
পরে ওই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষার্থীদের দুপুরে ভুরিভোজ করানো হয়।
এরআগে, দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তারা বলেন, দেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, প্রকৃত অর্থে তিনি যে দেশ ও গণমানুষের নেত্রী ছিলেন তা বেগম জিয়ার নামাজে জানাজায় অংশ নেওয়া সর্বস্তরের জনগণপর অলশ গ্রহনই প্রমাণ করে।
দেশের এই ক্লান্তিলগ্নে খালেদা জিয়ার নেতৃত্ব যে কি প্রয়োজন ছিল তা বিএনপিসহ দেশের নীতিনির্ধারক ও আপামর জনসাধারণও তা উপলব্ধি করছে বলে বক্তারা উল্লেখ করেন।

Post a Comment