সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষ "অর্কিড" কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্ব শেষে স্থানীয় নানান সমস্যার কথা তুলে ধরে সাংবাদিকরা ইউএনওকে আন্তরিকতার সাথে উপজেলার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করার আহবান জানান। পাশাপাশি যে কোন ভালো কাজে সাংবাদকর্মীদের ডাকলে তাকে সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন।
একইভাবে সাংবাদিকরা যেন নতুন ইউএনও'র বিপক্ষে কোন সংবাদ প্রচার বা প্রকাশ করতে না হয়, তিনি সে ভাবেই তার দফতরগুলোকে পরিচালিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সাথে নিয়ে সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সোনারগাঁওয়ের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম, গণসেবার মানোন্নয়ন ও গণমাধ্যমের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী সাংবাদিক সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্যসহ মোট নয়টি সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment