Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে এক রাতে মহাসড়কের তিন স্থানে ডাকাতি ; মোবাইল, টাকাসহ মূল্যবান পণ্য লুট, আহত ১৭


সোনারগাঁও দর্পণ : 

সোনারগাঁওয়ে এক রাতে তিন স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল একজন প্রবাসীসহ ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পাসপোর্ট, নগদ টাকা, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে গেছে। বুধবার দিবাগত রাত তথা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও, আষাঢিয়ার চর এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনাগুলো ঘটে। কাতার প্রবাসী রিফাতুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে।  

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার মানরা গ্রামের কাতার প্রবাসী রিফাতুজ্জামান ছুটি শেষে গত বুধবার রাতে মাইক্রোবাস (কুমিল্লা-চ-৫১-০০২৬) দিয়ে হজরত  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।

 বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক সোয়া তিনটার দিকে সোনারগাঁও এলাকার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ট্রাফিক যানজটে আটকা পড়ে। এসময় ১০/১২ জনের এক দল ডাকাত পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর গাড়িতে হামলা করে গাড়ির সামনের ও সাইটের গ্লাস ভেঙে প্রবাসী রিফাতুজ্জামানসহ তার পরিবারের ৭ জনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে।

ডাকাতি কাজে বাঁধা দেওয়ায় ডাকাতরা প্রবাসীর সহযোগী মনিরুল ইসলামর হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রবাসীর সাথে থাকা তিনটি স্মার্ট মোবাইল সেট, নগদ ৩০ হাজার ২ শ টাকা, প্রবাসীর পাসপোর্ট, বিমানটিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে প্রবাসীসহ আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়।  

আহত কাতার প্রবাসী রিফাতুজ্জামান জানান, তিনি ছুটি শেষে কাতার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে সোনারগাঁওয়ে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা তাদেরকে মারধর করে তার পাসপোর্ট, বিমান টিকিটসহ মূল্যবান কাগজপত্র, মোবাইল, টাকা পয়সা লুট নিয়ে যায়। তিনি এখন কাতার যেতে পারছেন না। 

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাওয়ার পথে বুধবার (২৪ডিসেম্বর) রাত দেড়টার দিকে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির হামলার শিকার হোন  কুমিল্লার লালমাই থানার বিএনপির নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ কয়েকজন বিএনপি নেতা। ডাকাতরা তাদের গাড়ি ভাংচুর করে নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। এ সময় হামলায় আহত হন বিএনপির ৫ নেতা।

এছাড়াও বুধবার মধ্যরাতে আষাড়িয়ারচর এলাকায় ডাকাতির হামলায় শিকার হন নোয়াখালী জেলার চাটখিল থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন ফিরোজসহ কয়েকজন বিএনপি নেতা। 

তারা মাইক্রোবাসে করে পুর্বাচল তিন শ’ ফিট যাচ্ছিলেন। ডাকাতরা গাড়িতে থাকা বিএনপি নেতাদের হকিষ্টিক দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫/৭টি মোবাইল সেট ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় হকিষ্টিক ও ধাঁরালো অস্ত্রের আঘাতে ৫ জন বিএনপি নেতা আহত হয়। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। অন্য কোথায় ডাকাতির ঘটনা শুনিনি বা কেউ কোন অভিযোগও নিয়ে আসেনি।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget