সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে পাশাপাশি তিন গ্রমের ৪টি বাড়িতে হামলা করে ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাঁচ আনী, খাঁসেরগাঁও এবং মীর বহতের গাঁওয়ে এ সকল ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মীর বহতের গাঁওয়ের সফিকুলের ছেলে রানা, খাঁসের গাঁওয়ের চইক্কার ছেলে জলিল, পাঁচ আনী গ্রামের দরবেশ মৌলভীর ছেলে মাহি ও খাঁসেরগাঁও ভুম্বাতলার আক্তারের বাড়িতে স্থানীয় সন্ত্রাসী মনির মেম্বারের নেতৃত্বে মনির মেম্বার, তার ছেলে বাবু, জাহিদ ও ছোট কোরবানপুর গ্রামের সন্ত্রাসী রাসেল গ্রুপের কমপক্ষে ৬০ থেকে ৭০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রতিপক্ষ মীর বহতের গাঁওয়ের সফিকুলের ছেলে রানা, খাঁসেরগাঁওয়ের চইক্কার ছেলে জলিল, পাঁচ আনী গ্রামের দরবেশ মৌলভীর ছেলে মাহি ও খাঁসেরগাঁও ভুম্বাতলার আক্তারের বাড়িতে হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা হামলার শিকার ঘরগুলো থেকে নারী ও শিশুদের বের করে দিয়ে মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে আগুণ লাগিয়ে দেয়। আগুনে সবগুলো ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ঘরের ভিতরে থাকা স্বর্ণ, টাকা পয়সা লুট করে বলেও সূত্র জানায় ।
এ ব্যাপার সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, ঘটনাটি জানা নেই বা এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment