সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে এক স্বেচ্ছাসেবক দলের নেতা দ্বারা সরকারি হাসপাতালের জমি দখল এবং থানা পুলিশকে উদ্দেশ্য করে সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীর অকথ্য ভাষায় গালাগালির পরও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় ব্যাপক তোলপাড় হয়েছে আইনশৃঙ্খলা কমিটির সভায়।
বুধবার (২৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এক সরকারি কর্মকর্তা এবং অপর এক গণমাধ্যমকর্মীর উত্থাপিত দুটি পৃথক বিষয়ে আলোচনা পর্বে এ তোলপাড়ের সৃষ্টি হয়।
পরে সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের জমিতে থাকা স্বেচ্ছাসেবক দলের নেতার নির্মিত অবৈধ স্থাপনার অংশ বিশেষ উচ্ছেদ করা হয়।
জানাযায়, বুধবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসিফ আল জিনাতের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অমিত হাসান জোরপূর্বক অবৈধভাবে আঁধাপাকা মার্কেট নির্মাণ করছেন এবং এ বিষয়ে বাঁধা দেওয়ার পরও কোন প্রতিকার না হওয়ায় তার অসহায়ত্বের কথা তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমাইয়া ইয়াকুব।
তিনি বলেন, উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়কের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তিন রাস্তার মোড়ে সরকারী জমি দখল করে সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অমিত হাসান জোরপূর্বক অবৈধভাবে আধাপাকা মার্কেট নির্মাণ করছেন।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা না করে প্রতিদিন রাতে ও দিনে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এতে করে ওই সড়কের চলাচলকারী বিভিন্ন পরিবহন যাত্রীরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন।
আইনশৃঙ্খলা সভায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব বলেন, হাসপাতালের জমি দখলই নয়, তার কমপ্লেক্সের ভেতরে রাতের বেলায় বহিরাগতরা ঢুকে মাদক সেবন করে। এছাড়াও ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে। হাসপাতালের ভেতরে প্রভাবশালীরা প্রবেশ করে চিকিৎসকদের হুমকি দিয়ে ফ্রি ঔষধ লিখিয়ে নিচ্ছেন। দিন রাত হাসপাতালের ভেতরে গাড়ি পার্কিং করে হাসপাতালকে গাড়ির গ্যারেজে পরিণত করা হয়েছে। এ বিষয়গুলো নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন।
অপরদিকে, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সম্প্রতি উপজেলার মোগরাপাড়া ইউনিয়েনে ইউনিয়ন পরিষদের সামনে থেকে সম্প্রতি এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে ৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া, ওই ঘটনার দুই দিন পর একই ইউনিয়নের কাবিলগঞ্জ থেকে ৭ লাখ টাকা ছিনতাই, একটি বিয়ের অনুষ্ঠানে আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা করে আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা এবং ওই ঘটনাকে কেন্দ্র করে আসামীর লোকজন ফেসবুকে সরাসরি থানা পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরও পুলিশের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ দুই বিষয়ে আইনশৃঙ্খলা কমিটি সভায় ব্যাপক আলোচনা শুরু হয়।
এ সময় সকলকে শান্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন এবং সভা শেষে স্থাপনাটির অংশ বিশেষ ভেঙে দেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ থানায় নতুন যোগদান করায় ছিনতাইয়ের ঘটনাগুলো জানা নাই বলে জানান। তবে, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই এবং ফেসবুকে গালাগাল করার ঘটনায় পুলিশ কাজ করছে বলে জানান।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সড়কের পাশে হাসপাতালের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি অংশও উচ্ছেদ করা হবে।



Post a Comment