Halloween Costume ideas 2015

খুলনায় সহকর্মী হত্যার বিচার চেয়ে সোনারগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন


সোনারগাঁও দর্পণ :

দুর্বৃত্তদের হাতে খুলনার ডুমুরিয়ার স্থানীয় সাংবাদিক ইমদাদুল হক মিলন নিহতের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সোনারগাঁওয়ে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।  সোনারগাঁওয়ে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে বুধবার 

(২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। 

কর্মসূচিতে বক্তারা ইমদাদুল হক মিলনসহ দেশের সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দ্রুত শেষ  করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোন সাংবাদিক নির্যাতনের ঘটনা না ঘটতে পারে সে লক্ষে দৃশ্যত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের সু-হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, চট্টগ্রামের মুহুরি হত্যা, খুলনার বালু হত্যা, খুলনার রূপসায় বুলু হত্যা, সাগর-রুনী হত্যা এবং প্রথম আলো আর ডেইলি স্টারে  বিচার না হওয়া চর্চার ফসল খুলনার ইমদাদুল হক মিলন হত্যাকাণ্ড। বিগত দিনগুলোতে দেশের ক্ষমতায় আসীন বিভিন্ন সরকার সাংবাদিক নির্যাতন ও হত্যার কোন বিচার করতে ব্যর্থ তথা সাংবাদিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করেন। 

তারা বলেন, ভবিষ্যতে কোন সাংবাদিক নির্যাতনের শিকার হলে আর মৌখিক আশ্বাসে বন্দি না থেকে কার্যত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান অংশগ্রহনকারীরা।

সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, মোকাররম মামুন, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, মাঝহারুল ইসলাম, ইমরান হোসেন, রুবেল মিয়া, মশিউর রহমান, কামরুজ্জামান রানা বক্তব্য রাখেন। 

এসময় এরশাদ হোসেন অন্য, নুরুন্নবী জনি, হাবিবুর রহমান, কবির হোসেন, মাসুদ রানা, হুমায়ুন কবির, সজীব হোসেন, নাসির উদ্দিন, মনির হোসেন, সালাউদ্দিন, ডালিম হোসাইন, কামরুল ইসলাম পাপ্পু, তৌরভ হোসেন, রাসেলসহ সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget