সোনারগাঁও দর্পণ :
যোগদানের পরপরই গত ৮ ডিসেম্বর স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় সদ্য যোগদানকারী সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফ আল জিনাত কথা দিয়েছিলেন, সোনারগাঁওয়ের যে কোন অনৈতিক কাজ উৎখাত করে সুষ্ঠু সমাজ গঠনে অগ্রণী ভুমিকা রাখবেন। তিনি কথা রেখেছেন।
তার নেতৃত্বে সোনারগাঁওয়ের কাঁচপুর বালুর মাঠে বিজয় মেলার নামে আয়োজিত অবৈধ মেলা বন্ধ করে দিয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তিনি ওই মেলা উচ্ছেদ করেন।
এরআগে, দৈনিক খবরের কাগজ পত্রিকার অনলাইন ভার্সনে ‘সোনারগাঁয়ে বিএনপি নেতার ভাই ভাতিজার অবৈধ বিজয় মেলার আয়োজন’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং অবৈধ মেলা উচ্ছেদ অভিযান চালায়।
উচ্ছেদ অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (কাঁচপুর সার্কেল) ফাইরুজ তাসনিম, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ, সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানসহ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীরা।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া মেলা আয়োজন অবৈধ। অবৈধভাবে লোক সমাগম করার অধিকার কারো নেই। এছাড়াও মেলায় মাদক বেচা কেনা ও জুয়ার বোর্ড বসানোর অভিযোগ রয়েছে। ফলে মেলাটি উচ্ছেদ করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, যেহেতু মেলা বসানোর অনুমতি দেওয়া হয়নি, সেহেতু এটি অবৈধ । আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষনার পর কোন প্রকার জমায়েত করার সুযোগ নেই। তাই অবৈধ মেলাটি উচ্ছেদ করা হয়েছে।


Post a Comment