সোনারগাঁও দর্পণ :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনারগাঁওয়ে বড় ভাই আকতারুজ্জামান আকতারুর ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক ওরফে খোকা (৩২) নিহত হয়েছেন। নিহত খোকা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামের মৃত জাহের আলীর ছোট ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রচন্ড তাপদাহে গরমে অতিষ্ট খোকা নিজের এজমালি সম্পত্তিতে থাকা নারিকেল গাছ থেকে ডাব খাওয়ার স্বাদ হয়। সে গাছ থেকে ডাব পারার জন্য গাছে উঠতে গেলে বড় ভাই আকতারু বাঁধা দেন। এ নিয়ে উভয়ে তর্কে জড়িয়ে পরে। এক পর্যায় আকতারুর হাতে থাকা ছুরি দিয়ে খোকার বুকের পাজড়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরে।
এ সময় বাড়ির অন্যান্য সদস্যরা দ্রুত হাসপাতালে নেওয়ার সময় পথেই খোকার মৃত্যু হয়।
খবরপেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে থাকা সোনারগাঁও থানা পুলিশের এস আই মো: সারওয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার থেকে এখনও কোন অভিযোগ করেনি। আর এ ঘটনায় মৌখিক অভিযুক্ত ঘটনার পরৎথেকে পালিয়ে থাকায় আটক করা সম্ভব হয়নি।
Post a Comment