Halloween Costume ideas 2015

নিতে না, কিছু দিতে এসেছি---আশরাফ উদ্দিন


সোনারগাঁও দর্পণ :

বয়স একেবারে কম না। আটচল্লিশ বছর হয়ে গেছে। এই বয়সে এসে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার প্রত্যাশার চেয়ে বেশিই দিয়েছেন। আপনাদের দোয়া আর ভালোবাসা ছাড়া এখন আমার পাওয়ার তেমন কিছুই নাই। এখন শুধু দেওয়ার সময়। তাই আমি আমৃত্যু আপনাদের সেবার মাধ্যমে আপনাদের মনে অনেক দিন বেঁচে থাকতে চাই। 



শুক্রবার (১২সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় সাদীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ আদায়ের আগমূহুর্তে উপস্থিত স্থানীয় মুসল্লীদের উদ্দেশ্যে দেওয়া ছোট বক্তব্যে এসব কথা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন। 


এ সময় তিনি আরও বলেন, আমি কোন ধনী পরিবারে জন্মাইনি। মধ্যবিত্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মের পর জীবনে হালাল উপার্জনের মাধ্যমে অনেক করে আজ ব্যবসায়িক হিসাবে সফলতা পেয়েছি। কোন প্রতিষ্ঠান স্থানীয় কোন ব্যক্তিদের চাকুরী দেয়না। কিন্তু আমি আমার প্রতিষ্ঠানে সোনারগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নের ছয় শতাধিক শ্রমিককে বিভিন্ন পদে কাজ দিয়েছি। 



আমার আশা আছে, ভবিষ্যতে আমার এলাকার কমপক্ষে চার থেকে পাঁচ হাজার মানুষ আমার প্রতিষ্ঠানে কাজ করবে। বিশেষ করে সোনারগাঁওয়ের শিক্ষিত বেকারদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

আশ্রাফ বলেন, আপনারা যদি মনে করেন আমি অন্যদের মতো নির্বাচনের আগে যেভাবে ভোট পাওয়ার জন্য প্রতিশ্রুতি দেন, আমিও তেমন প্রতিশ্রুতি দিচ্ছি তা হবে ভুল ধারণা। আপনাদের কবরস্থানে আমার পূর্বপুরুষ চির নিদ্রায় শায়িত। এই বড় সাদীপুর গ্রাম আমার আবেগের জায়গা। আমি আশরাফ কোন মিথ্যা প্রতিশ্রুতি দেইনা। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করতে কবুল করেন, তাহলে আলহামদুলিল্লাহ। না করলেও আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদের পাশে থাকার ওয়াদা করেছি, দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের উসিলায় সে সুযোগ আমাকে দেন।



এ সময় শৈশবের স্মৃতিচারণ করে বড় সাদীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা খালের আগের ও বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, শিল্প কারখানার বর্জ্যে দূষিত পানির বিষয়ে স্থানীয়রা বিভিন্ন সময় প্রতিবাদ করেও এলাকাবাসীর কোন লাভ হয়নি। লাভ হয়েছে মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেসী মহলের। আমি আপনাদের সেবক হতে পারলে আপনাদের সাথে নিয়ে এর প্রতিকার করার প্রতিশ্রুতি দিচ্ছি। 

এছাড়া চেয়ারম্যান না হতে পরলেও তিনি সবসময় বড় সাদীপুর তথা মোগরা পাড়া ইউনিয়নের বাসিন্দাদের সাথে থাকার কথা পূণব্যক্ত করেন। 

এ সময় বড় সাদীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি শ্যামল মাওলা এবং সাধারণ সম্পাদক এম এ মহিন মিয়াসহ উপস্থিত মুসল্লীরা পরিবর্তনের পক্ষে বক্তব্য রেখে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আশরাফকে সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget