সোনারগাঁও দর্পণ :
নবগঠিত সোনারগাঁও কলেজ শাখা ছাত্রদল কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। অপরদিকে, সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদল ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহ আলম মুকুল বলেছেন, কেন্দ্রীয় ছাত্রদল কোনভাবেই সরাসরি উপজেলা পর্যায় একটি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দিতে পারেনা। যদি সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় কমিটি দিয়ে থাকে তাহলে তা সাংগঠনিক নিয়মে হয়নি।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত ছাত্রদলের প্যাডে মো. আমিনুল ইসলামকে সভাপতি ও মাহমুদা আক্তারকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দেয়া হয় এবং ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
নব অনুমোদিত কমিটির বিষয়ে এক প্রতিক্রিয়া জানতে চাইলে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোনারগাঁও দর্পণ’কে বলেন, এই কমিটি আমরা মানিনা। কাল সোনারগাঁও সরকারি কলেজের বড় একটি অংশ এই কমিটির বিরুদ্ধে বিক্ষোভ হবে।
অপরদিকে, প্রতিক্রিয়া জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম মুকুল বলেন, কেন্দ্রীয় ছাত্রদল কোনভাবেই সরাসরি উপজেলা লেভেলে একটি কলেজ ছাত্রদলের কমিটি দিতে পারে না। এই কমিটি জেলা ছাত্রদল দেওয়ার এখতিয়ার রাখে।
Post a Comment