সোনারগাঁও দর্পণ :
দীর্ঘ ২৭ বছর পর সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের কমিটি হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নতুন এ কমিটির অনুমোদন করেন।
কমিটিতে মো. আমিনুল ইসলামকে সভাপতি ও মাহমুদা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও আবু ইসলামকে সিনিয়র সহ-সভাপতি ও মাহমুদা আক্তার মিতুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৪ সদস্যের এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ১৯৯৮ সালে শাহ আলম মুকুলকে সভাপতি এবং জহিরকে সাধারণ সম্পাদক করে সোনারগাঁও ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের একটি কমিটি করা হয়েছিল। কিন্তু তৎকালীন ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান কালাম ও সাধারণ সম্পাদক মামুন কবিরের নেতৃত্বাধীন ছাত্রলীগের তোপের মুখে ওই কমিটি দাড়াতে পারেনি। তারপর থেকেই মুলত সোনারগাঁও ডিগ্রী কলেজ (বর্তমান সোনারগাঁও সরকারী কলেজ) শাখায় দীর্ঘ ২৭ বছর ছাত্রদলের কোন কমিটি হয়নি।
Post a Comment