সোনারগাঁও দর্পণ :
গোসলখানায় গোসল করার সময় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেন (৩০) নামে এক লম্পটকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর মা থানায় এমন অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ঘটনাটি সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে ঘটেছে। লম্পট ফারুক সনমান্দি ইউনিয়নের আব্দুস সালামের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর মা থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, সনমান্দি ইউনিয়নের আব্দুস সালামের ছেলে লম্পট ফারুক তার মেয়ে স্কুলে যাওয়া-আসার সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত মঙ্গলবার (৬ মে) কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে তার মেয়ে বাড়ির গোসলখানায় গোসল করার সময় ফারুক সুকৌশলে গোসলখানায় ঢুকে অষ্টম শ্রেণিতে পড়–য়া তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার মেয়ের আর্তচিৎকারে আশপাশের লোক এগিয়ে গেলে ফারুক দৌড়ে পালিয়ে যায়।
এরআগে, ঘটনার দিনই এ ব্যাপারে ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ নোয়াকান্দি গ্রাম থেকে ফারুককে গ্রেফতার করে। পরে বুধবার (৭ মে) সকালে ফারুককে জেলা আদালতে পাঠায় পুলিশ।
সোনারগাঁও থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেন। জানান, ফারুককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Post a Comment