সোনারগাঁও দর্পণ :
প্রকাশ্য দিবালোকে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে সোনারগাঁওয়ে। মঙ্গলবার (৭ মে) বেলা ১১ টা ১০ মিনিটে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কে প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত।
ছিনতাইয়ের কবলে পড়া পৌরসভার গোয়ালদী এলাকার রোমা আক্তার ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত ইসলামি ব্যাংক থেকে তিনি ৭ লাখ ৪০ হাজার টাকা তুলে অটো রিকশায় করে ছোট সাদিপুরে অবস্থিত এনজিও ব্র্যাক অফিসে যাচ্ছিলেন।
এ সময় তাদের বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার তাদের বহনকারী অটোরিক্সার গতিরোধ করে এবং কোন কিছু বুঝার আগেই তাদের সাথে থাকা ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা মুখি সড়কে পালিয়ে দ্রæত যায়।
এ ব্যাপারে সোনারগাঁও থানার এস.আই রতন বৈরাগী জানান, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করি। সেখানে অস্পষ্টতার কারণে গাড়ি নাম্বার ও ছিনতাইকারীদে সনাক্ত করা আপাতত সম্ভব হয়নি। তবে মহাসড়কে থাকা হাই রেজুলেশনের অন্য সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।
Post a Comment