সোনারগাঁও দর্পণ :
শিশু-কিশোরদের মেধা বিকাশে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২ মে) সকালে সোনারগাঁও উপজেলা খেলাঘর আসরের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, কেক কাটা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বার্ষিকী পালন করা হয়।
সোনারগাঁও উপজেলা খেলাঘর আসরের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মন্ডলির সদস্য কাজল বনিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘খেলাঘর’ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় শিশুতোষ টিভি শো ‘সিসিমপুরের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম। আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা খেলাঘর আসরের কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, সম্পাদক মন্ডলির সদস্য মিলন হোসেন, আলেয়া আক্তার, সংগঠক দোলন আহম্মেদ, কাজী লিটু প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে খেলাঘরের সদস্য শিখা রানী, রবি রায়, দিলীপ কুমার, আলেয়া আক্তার নীতুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
‘গান কবিতা স্মৃতিকধার আয়োজন’ ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা শেষে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা হয় এবং এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
Post a Comment