সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের চিহিৃত পরিবহন ডাকাত, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী সোহান গ্রুপের অত্যাচারে অতিষ্ট ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১ মে) সকালে সোনারগাঁও উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও ডিলারশিপ মালিকরা ঐক্যবদ্ধ হয়ে এ মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল করে।
সোহান গ্রুপের অত্যাচার থেকে রক্ষা পেতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সোনারগাঁও ব্যবসায়ী সমিতি সভাপতির সভাপতি রাজা মিয়া ব্যবসায়ীদের পক্ষে সকল ব্যবসায়ীদের স্বাক্ষরযুক্ত একটি আবেদন করেন।
আবেদনে ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়ে বলেন, মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও তার আসে পাশে দীর্ঘদিন ধরে সোহান এবং তারা দল নিয়মিতভাবে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছে। ফলে এমন সাধারণ ব্যবসায়ী, দোকানদার, ডিলারশিপ মালিকসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন।
এছাড়া, সোহান গ্রুপের চাঁদার দাবিতে হুমকি, ভয়-ভীতি, জোরপূর্বক অর্থ আদায় এবং প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ফলে সমাজে আইনশৃঙ্খলার অবনতিসহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যহত হচ্ছে। তাই চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি রোধে স্থায়ী নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা, সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরা এবং চাঁদাবাজির শিকার ব্যক্তিদের জন্য একটি অভিযোগ দাখিল ও সহায়তা প্ল্যাটফর্ম চালু করার প্রস্তাব দেন।
মানববন্ধনে সোনারগাঁও পরিবেশক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হক প্রমুখসহ সোনারগায়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Post a Comment