Halloween Costume ideas 2015

সোনারগাঁওয়ে ৮ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার, আটক এক


সোনারগাঁও দর্পণ :

আলী আকবর খান (৩০) নামে এক যুবলীগ কর্মীকে একটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। শনিবার (১০মে) সকালে জেলার সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ার চর ব্রীজের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত কর্তব্যপালন কালে গাড়ি তল্লাশী করে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। 

আটককৃত আলী আকবর মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার সাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারের ছেলে। 

সোনারগাঁও থানা পুলিশের ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অপরাধ দমনে মেঘনা টোল প্লাজার সন্নিকটে আষাঢ়িয়ার চর ব্রীজ এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাসীর সময় একটি মোটরসাইকেলের হতিরোধ করে তল্লাশী চালায়। এ সময় টুলবক্স এর ভেতর থেকে একটি এসটারা মডেলের বিদেশী রিভলবাস ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। আর ওই মটরসাইকেলেই ছিলেন আলী আকবর। 

তিনি আরও জানান, আটককৃত আলী আকবরের কাছ থেকে উদ্ধার করা রিভলবার ও গুলি কোন বৈধ কাগজ না দিতে পারায় তার বিরুদ্ধে মামলা হবে। মামলা প্রক্রিয়াধীন। 


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget