সোনারগাঁও দর্পণ :
দৈনিক সমকাল পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন রতনের মা মনোয়ারা বেগম (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর চরতালিমাবাদ গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (১০ মে) সকাল ৯টায় জামপুর ইউনিয়নের মহজমপুর চরতালিমাবাদ ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
তিনি দীর্ঘদিন ধরে ব্রেনস্ট্রোক করে বিভিন্ন অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ‘সোনারগাঁও প্রেস ক্লাব’র সভাপতি এম এম সালাহউদ্দিন, সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেছেন।
Post a Comment