সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের আলোচিত আওয়ামী লীগ নেতা ও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম গ্রেফতার হয়েছেন। হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ রবিবার (১১মে ) দিবাগত মধ্যরাতে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম সৌদি আরবে আকবরী হজ্ব (বড় হজ্ব) করাা উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার সময় কর্তৃপক্ষের কাছে থাকা তালিকায় নাম থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র দাবি করেছে।
এর আগে, গত বছরের জুলাই-আগষ্টে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Post a Comment