সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৮জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ্য হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, শিক্ষার্থী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হলেও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষকের পক্ষ থেকে কোন শিক্ষক প্রতিনিধি অসুস্থ্য শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে যাননি বলেও অভিযোগ উঠেছে।
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার (১৯ মে) বেলা ১১টার দিকে প্রথমে ৭ম শ্রেণির এক ছাত্রী হঠাৎ শ^াসকষ্ট জনিত সমস্যায় অজ্ঞান হয়ে পড়ে। এ সংবাদে পাশের কক্ষের ১০ম শ্রেণির কয়েকজন ওই ছাত্রীকে দেখতে ছাত্রী যায়। ওই ছাত্রীকে দেখে নিজের কক্ষে গিয়ে অনেকই অজ্ঞান হয়ে পড়ে। কেউ আবার শ^াস কষ্টে অস্থির হয়ে উঠে।
এ সময় বিদ্যালয়টির অন্যান্য শিক্ষার্থীরা অসুস্থ্য শিক্ষার্থীদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অপরদিকে, যে সকল শিক্ষার্থীর বাড়ি স্কুলের কাছে তাদের বাড়িতে সহপাঠিরা ফোনে জানালে পরিবারের সদস্যরা স্কুলে গিয়ে তাদের সন্তানদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শিক্ষার্থীদের অসুস্থ্যতার কারণ জানতে ফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার তিথি বলেন, আমাদের হাসপাতালে মোট ৮ জনকে নিয়ে আসা হয়েছিল। আসলে কি কারণে এমনটা হয়েছে তা এই মূহুর্তে বলা সম্ভব নয়। অনেক পরীক্ষা-নিরিক্ষার বিষয় আছে। তবে, প্রথমে যে ছাত্রীকে নিয়ে আসা হয়েছিল তার অবস্থা সবচেয়ে খারাপ ছিল। সিনডম দেখে ধারণা করা হচ্ছে, তার হার্টের কোন সমস্যা হতে পারে।
আর বাকিরা সবাই ওই অসুস্থ্য মেয়েটাকে দেখতে গিয়ে অসুস্থ্য হয়। যতদুর জেনেছি, অসুস্থ ওই ছাত্রীকে দেখতে যাওয়ার আগে তারা ভালোই ছিল। তাছাড়া, যারা অসুস্থ্য হয়েছে তারা স্কুলে কোন বাইরের খাবার খায়নি এমনকি স্কুলে কোন নির্মাণকাজও হচ্ছেনা যে কোন গ্যাসের কারণে এমনটা হতে পারে। তাই এখনই কিছু বলা যাচ্ছেনা অসুস্থ্য হওয়ার কারণ।
এদিকে, শিক্ষার্থীদের অসুস্থ্য হওয়ার কথা জেনেও বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা বিদ্যালয়টির কোন শিক্ষক প্রতিনিধি শিক্ষার্থীদের কোন রকম খোঁজ না নেওয়ার অভিযোগ করেছেন অসুস্থ্য শিক্ষার্থীদের অভিভাবকদের।
এ ব্যাপারে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের মোবাইল নাম্বারে ফোন করলে মোবাইল সেট বন্ধ পাওয়া যায়।
Post a Comment