সোনারগাঁও দর্পণ :
পৃথক দুটি স্থান থেকে দুই জন অজ্ঞাত পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। বুধবার (২১ মে) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ইউনিয়নের লালাটি বাসস্টান্ড এলাকা থেকে একজনের এবং পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক ওয়াহিদ মোর্শেদ জানান, মরদেহ দুটি দেখে স্থানীয়রা ফোনে জানায়। পরে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরহেদ দুটি উদ্ধার করে থানায় আনে।
মরদেহ দুটির বয়স ৩০ এর মধ্যে হতে পারে। ললাটি থেকে যে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে লাশটি ফেলে গিয়ে থাকতে পারে।
দুটো মরদেহকেই ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ দুটির পরিচয় উদ্ধারে পুলিশ কার্যক্রম শুরু করেছে।
Post a Comment