সোনারগাঁও দর্পণ :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোনারগাঁওয়ে পৃথক দুটি স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার কাঁচপুর ওবার ব্রীজের নিচে এবং সোনারগাঁও ওলামা ঐক্য পরিষদ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ‘দ্য ওয়াল্ড স্টপস ফর গাজা’র কর্মসূচীর আওতায় এ কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি ও ওলামায়ে কেরামরা বক্তব্যে বলেন, ২০২৩ সাল থেকে ইসরায়েল ফিলিস্তিনে যে অমানবিক বর্বরতা চালিয়ে আসছে, সে বর্বরতার প্রতি তীব্র নিন্দা আর ধিক্কার জানান। বলেন, আজ সারা বিশে^র মুসলমানদের অনক্যৈর ফসল ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন।
ইসরায়েল এতটাই বর্বরতা আর অমানবিকতার পরিচয় দিয়েছে যে জাতিসংঘের নিষেধ অমান্য করে তারা এ বর্বরতা চালিয়েছে। আর জাতিসংঘ শুধু মৌখিকভাবে ইসরায়েলের বর্বরতা থামানোর কথা বলে, দৃশ্যত কোন পদক্ষেপ না নিয়ে তাদের বাধা দেওয়া পক্ষান্তরে ইসরায়েলকে সমর্থন দেওয়ারই সামিল। তাই যে জাতিসংঘের কথার কোন মূল্য অন্য রাষ্ট্র না দিয়ে নিজেদের দাদাগিরি দেখায়, সে মেরুদÐহীন জাতিসংঘ থাকা না থাকা একই কথা।
তারা বলেন, ইসরায়েল যুগ যুগ ধরে সারা বিশে^র মুসলমানদের বিরুদ্ধে যে আগ্রাসনী মনোভাব নিয়ে বিচরণ করছে তা আজ বিশ^ মানবতার দুশমন হিসেবে বিবেচিত।
এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত সকলে সারাবিশে^র মুসলমানদের ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের নিষ্কৃয়তা ও পক্ষপাতিত্বের কারণে নিরিহ ফিলিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। জনশুণ্য করেছে ফিলিস্তিনকে।
প্রতিবাদ ও বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভুইয়া, দলটির নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি জেনারেল মো. হাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক, সেক্রেটারি মো. ইব্রাহিম, সোনারগাঁও দক্ষিণের আমির মো. মাহবুব হোসেন প্রমুখ।
মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ হাজার হাজার মুসলমান।
Post a Comment