সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও সরকারি কলেজে আমির হোসেন (৪৮) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। মরিফ (৪৮) নামে আরেক বিদুৎ শ্রমিক আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁও সরকারি কলেজে বৈদ্যুতিক কাজ করার সময়এ দূর্ঘটনা ঘটে।
নিহত আমির উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের বড় ছেলে। আর আহত শরীফ একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
সোনারগাঁও সরকারি কলেজ সূত্রে জানাগেছে, আহত শরীফ সোনারগাঁও সরকারি কলেজের নির্ধারিত বিদ্যুৎ শ্রমিক। আর আমির সম্প্রতি সৌদি থেকে দেশে আসে এবং শরীফের সাথে সহকারি হিসেবে বিভিন্ন স্থানে বিদ্যুতের কাজ করতো।
দুপুর ২টার দিকে সোনারগাঁও সরকারি কলেজের বিজ্ঞান ভবনের সিড়ি কোটার নিচে একটি অন্ধকার কক্ষে কলেজের পানি উত্তোলন কাজে ব্যবহৃত একটি পুরোনো মোটর সরিয়ে নতুন মোটর বসানোর কাজ করছিল শরীফ এবং আমির।
কাজের স্থানটি অন্ধকার থাকায় শরীফ তার মোবাইলের ফ্লাশ লাইট দিয়ে আমিরকে কাজে সহযোগিতা করছিল। এ সময় পানির মোটরের নিচে বিদ্যুতের মুল সঞ্চালন লাইনের একটি তার পড়ে তা ছিন্দ্র হয়ে মোটরের বডিতে বিদ্যুৎ চলে আসে। ফলে আমির কাজ করার সময় মোটরটি ধরে অন্যত্র সারানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এদিকে আমির বিদ্যুতের তারে জড়িয়ে গেলে আমিরকে বাঁচাতে গিয়ে শরীফের পিঠে বিদ্যুতের তার লেগে সেও জড়িয়ে পড়লে শরীফের পিঠের বড় একটি অংশ পুড়ে ছাঁই হয়ে যাওয়ার উপক্রম। তাদের চিৎকারে কলেজে উপস্থিত শিক্ষক, অন্য কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শরীফকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম বলেন, যারা বিদ্যুতের কাজ করছিল তারা সবসময়ই এ প্রতিষ্ঠানের বিদ্যুতের সকল কাজ করেন। কোথায় কি, কিভাবে আছে সেটা তারাই জানে।
আমরা যেহেতু এ বিষয়ে অজ্ঞ তাই তাদের নিরাপত্তার বিষয়গুলো তারাই মেনটেইন করতো। তবে, বিষয়টি মর্মান্তিক। আমি নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আর আহতের চিকিৎসার বিষয়ে সবসময় সহযোগিতা ও খোঁজ রাখছি।
নিহতের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবারের জন্য কোন সহযোগিতা করা যায় কি-না সে বিষয়টি দেখব।
Post a Comment