সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে চাঁদা নেওয়ার সময় কুখ্যাত ডাকাত সর্দার পিয়েলসহ তিন ডাকাতকে হাতে নাতে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার কিছু আগে ৬টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর আজাম বাড়ি চিড়ারমিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো হাবিবপুর গ্রামের টিপু সুলতানের ছেলে পিয়েল (৩০) ও তার ছোট ভাই ইয়াসির আরাফাত (২০) এবং পৌরসভার দৌলের বাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)।
একটি বিশ^স্ত সূত্র জানায়, কুখ্যাত পরিবহন ডাকাত সর্দার, চাঁদা বাজ ও মাদক ব্যবসায়ী পিয়েল বেশ কিছু দিন ধরেই স্থানীয় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল সোমবার ওই ব্যবসায়ীর কাছ থেকে দাবিকৃত চাঁদা নেওয়ার সময় আগে থেকে ওৎ পেতে থাকা সোনারগাঁও থানা পুলিশের একটি দল হাতে নাতে তাদের গ্রেফতার করে।
সূত্রটি আরও জানায়, গ্রেফতারের সময় ডাকাত পিয়েল একতলা একটি ভবনের ছাঁদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে আহত হয়। পরে সোনারগাঁও থানা পুলিশ তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ঘটনা সঠিক। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।
Post a Comment