সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে এক ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার (২১ এপ্রিল) সকালে কাঁচপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে তারা এ ঝটিকা মিছিল করে।
অপরদিকে, ছাত্রলীগের মিছিলের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা যুবদল। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা এ প্রতিবাদ মিছিল করে।
সূত্র জানায়, গত ২০২৪ এর ৫ আগস্ট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশত্যাগের পর এই প্রথমবারের মতো নারায়ণগঞ্জে রাজপথে প্রকাশ্য দিবালোকে ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়ামাটি এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এমন বিভিন্ন শ্লোগান সংবলিত একটি মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।’
একটি বিশ^স্ত সূত্র দাবি করে, সাদীপুর ইউনিয়নের নয়াপুর এলাকার আশিক রহমান সরকার নামে এক ছাত্রলীগ নেতা এ ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন। সাথে নয়াপুর, নয়ামাটি, বেহাকৈর, গনকবাড়ি,সাদীপুর এলাকার ৩০ থেকে ৩৫ জন ছাত্রলীগ কর্মী ওই মিছিলে অংশ নেয়।
এদিকে, প্রকাশ্য দিবালোকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ ভাইরাল হলে নড়ে-চড়ে বসে উপজেলা বিএনপি ও পুলিশ প্রশাসন।
মহাসড়কে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিৎ প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল হোসেন ও উপজেলা যুবদল নেতা আমজাদ হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে শতাধিক নেতাকর্মী কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ মিছিল করে।
মিছিলে তারা ‘জিয়ার সৈনিক, এক হও এক হও’, হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’, আওয়ামী লীগের গুন্ডারা, হুশিয়ার সাবধান’সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।
অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা অভিযানে হঠাৎই যেন তৎপর হয়ে ওঠেছে সোনারগাঁও থানা পুলিশ। দুপুরে সোনারগাঁও থানার এসআই সামিরুলের নেতৃত্বে কাঁচপুর এলাকা থেকে রাজিব হাসান নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যদিও বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত সোনারগাঁও থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে।
Post a Comment