সোনারগাঁও দর্পণ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ আকাশমনি রদ্দা কাঁঠ উদ্ধার করেছে সোনারগাঁও বনবিভাগ। বুধবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকা থেকে কাঁঠগুলো উদ্ধার করা হয়।
এ সময় কাঁঠ পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-৭১৩৫) জব্দ করে বন বিভাগের তত্ত¡াবধানে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভোর আনুমানকি ৬ টার দিকে সোনারগাঁও থেকে কুমিল্লার দিকে একটি মিনি ট্রাকে করে ২০০ ঘন ফুট কাঁঠ ত্রিপল দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার সময় বনবিভাগের নিয়মিত চেকপোষ্ট পরিচালনাকালীণ কর্মকর্তাদের সন্দেহ হলে গাড়িটি থামার সংকেত দেন। গাড়িটি থামলে তল্লাশী করে গাড়িতে আকাশমনি রদ্দা কাঁঠ দেখতে পান এবং কাগজ দেখতে চান।
কাঁঠের বৈধতার পক্ষে কাগজ দেখাতে ব্যর্থ হলে কর্মকর্তারা গাড়ির কাগজ দেখতে চাইলে গাড়ির চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়।
সোনারগাঁও বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় সন্দেহ হলে গাড়িটি সার্চ করা হয় এবং কাঁঠ ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় গাড়িসহ অবৈধ কাঠগুলো জব্দ করা হয়। এ ব্যাপরে বন মামলা প্রক্রিয়াধীন।
Post a Comment