সোনারগাঁও দর্পণ :
৬ দিন আগে নিখোঁজ হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের সিরাজুল ইসলাম (৬৫)। ছয় দিন পর শনিবার (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের দক্ষিণ পাশে ফ্রেশ ব্রান্ড খ্যাত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বালুর মাঠের এক ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মানসিক প্রতিবন্ধি ছিলেন। গত ৬ এপ্রিল সকালে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আর ফিরে আসেননি। এলাকা ও স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি পর তাকে না পাওয়ায় ৭ এপ্রিল সোনারগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করে।
এদিকে, শনিবার (১২ এপিল) সকালে স্থানীয় এলাকায় পচাঁ দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করে।
এ ব্যাপরে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদুল ইসলাম খান বলেন, সিরাজুল ইসলামের মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ এতটাই নরম যে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Post a Comment