সোনারগাঁও দর্পণ :
নিজের শরীরে কেরোসিন ঢেলে আশিকুর রহমান নামে এক যুবলীগ নেতা আত্মাহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে, গত সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে তার নিজ বাড়িতে পালিবারিক কলহের কারণে তিনি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। আত্মাহুতি দেওয়া আশিকুর ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, গত সোমবার (৭ এপ্রিল) শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের নিজ বাড়িতে আশিকুর রহমান পারিবারিক বিবাদে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। সে সময় উপস্থিত স্বজন ও আশপাশের লোকজন দ্রæত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মফিজুর রহমান জানান, ঘটনার পর আমাদের কিছুই জানানো হয়নি। তবে, আশিকুর রহমান নামে এক যুবককে দগ্ধ অবস্থায় সোমবার ঘটনার পরপরই ঢাকায় জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুনেছি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। যতদুর জানতে পেরেছি, স্ত্রীর সাথে ঝগড়া থেকে এ ঘটনা ঘটেছে। তবে, কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল কি-না তা তদন্ত না করে বলা যাচ্ছেনা।
Post a Comment